Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ৯:১৬

‘আওয়ামী লীগের প্রত্যেকটি অপকর্মের বিচার হবে’

দিগন্ত নিউজঃ
ডিসেম্বর ২২, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে প্রত্যেকটি অপকর্মের বিচার এই বাংলার মাটিতেই হবে। কেউ ঠেকাতে পারবে না। দেশের টাকা বিদেশে পাচার করেছে। দেশকে শ্মশান বানিয়ে ফেলেছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, আওয়ামীলীগকে বিপদে ফেলে তিনি বিদেশে পালিয়েছেন। এদেশ যারা শাসনভার দায়িত্ব নেবেন তাদের দেশ চালানো কঠিন হবে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি প্রতিহিংসার প্রতিশোধ নিয়েছেন। দীর্ঘ ১৬ বছর আমরা ছিলাম নির্যাতিত, নিষ্পেষিত। বাংলাদেশের মানুষ ছিল একটা কারাগারের মধ্যে। কেউ সত্যিকার কারাগারে, কেউ উন্মুক্ত কারাগারে বন্দী ছিলেন। কারও কথা বলার কোনো অধিকার ছিল না। বিচার না পাওয়ার সংস্কৃতি চালু হয়েছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী লীগে লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এই লুটের পরিমাণ এত বড় যে, এই টাকায় ১০০ টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। তার লুটের এই পুরো টাকা ছিল ঋণ করা। যে ঋণ শত বছর ব্যাপি পরিশোধ করতে হবে বাংলাদেশের মানুষকে।

কামারখন্দ উপজেলার কোনাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST