Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ১০:০৫

জলবায়ু সাংবাদিকতায় সম্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব

দিগন্ত নিউজঃ
ডিসেম্বর ২১, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

জলবায়ু সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের আইনসভা।

স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বাফেলো সিটিতে এরি কাউন্টির লেজিসলেটর লরেন্স জে. ডুপ্রের পক্ষে কাউন্সিলের এশিয়ান অ্যাডভাইজার শাহী চৌধুরী সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের হাতে তুলে এ সন্মাননা দেন।

সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম – এসএসিসিজেএফ মহাসচিব হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ভূমিকা রাখায় নিউইর্য়ক আইনসভা তাকে এই সম্মাননা দেয়।

রাজ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানকালে উপস্থিত ছিলেন ‘বাফেলোর প্রিন্স’ খ্যাত তালহা বখত এবং কমিউনিটি নেতা ওয়াসিম।

বাফেলোতে এই প্রথম কোনো বাংলাদেশি সাংবাদিক জলবায়ু সাংবাদিকতায় এমন সন্মাননা পেলেন। সম্মাননা স্মারকে কেরামত উল্লাহ বিপ্লবকে বিশ্বের অন্যতম জলবায়ু সাংবাদিকদের একজন বলে উল্লেখ করা হয়েছে। জনমানুষের কল্যাণে এ ধরনের কর্মকান্ডকে যুক্তরাষ্ট্র গুরুত্বের সাথে সমর্থন করে বলেও লেখা হয়েছে।

কেরামত উল্লাহ বিপ্লবের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট আশিষ গুপ্ত ও নির্বাহী সভাপতি আসাদুজ্জামান সম্রাট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST