Dianta-News-PNG
ঢাকা সোমবার- ২০শে জানুয়ারি ২০২৫, ৬ই মাঘ ১৪৩১, ১৯শে রজব ১৪৪৬ সন্ধ্যা ৬:২৯

শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি নদভী রিমান্ডে

দিগন্ত নিউজঃ
ডিসেম্বর ১৬, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর লালবাগ থানায় শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া এলাকার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভীকে এক দিনের রিমান্ড দিয়েছে আদালত।

সোমবার (১৬ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোস্তাফজুর রহমান এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সাজ্জাদ হোসেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন।

খালিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও তদন্তকালে জানা যায় যে, আসামি সাতাকানিয়া এলাকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। আসামি মামলার এজাহারনামীয় ২০ নম্বর আসামি। উক্ত আসামি আন্দোলন দমনে অর্থের যোগানদাতা এবং আসামির প্রতক্ষ্য ও পরোক্ষ মদদে ঘটনার দিন মামলার ঘটনাস্থলে বৈষম্যবিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলের ওপর সসস্ত্র হামলা করা হয়, যার ফলে আলোচ্য মামলার বাদীর ছেলে খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় এবং তার অপর সহযোগীগণ গুরুতর জখমপ্রাপ্ত হয়। মামলা তদন্তকাল সাক্ষ্য প্রমাণে আসামি ঘটনার সাথে জড়িত আছে বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাইতেছে।

রোববার রাতে ‘আত্মগোপনে থাকা’ অবস্থায় মুহাম্মদ নদভীকে রাজধানীর উত্তরা থেকে আটক করার কথা জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে একে একে গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। তাদের অধিকাংশকেই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST