কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে তিন জন নিহত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন-চার্জ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ঢাকামুখী হানিফ পরিবহরের একটি বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে বলে জানান তিনি।
আহতদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।