কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে তিন জন নিহত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন-চার্জ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ঢাকামুখী হানিফ পরিবহরের একটি বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে বলে জানান তিনি।
আহতদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
দিগন্তনিউজ.কম
’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়
ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি-
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন
digantanewsdesk@gmail.com
ঠিকানায়।
