Dianta-News-PNG
ঢাকা সোমবার- ২০শে জানুয়ারি ২০২৫, ৬ই মাঘ ১৪৩১, ১৯শে রজব ১৪৪৬ সন্ধ্যা ৭:২১

ঘটনাগুলো থামানো যায়নি কেন?

দিগন্ত নিউজঃ
আগস্ট ১৬, ২০২৪ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

“শেখ হাসিনার বাপরে ফুল দিতে যান নাকি? তাহলে কিন্তু মাইর একটাও নিচে পড়বে না…লকডাউন, কারফিউ– সব সময়েই চলাচল করেছি, কিন্তু আজ যেমনটা ফেস করেছি, এটা এই ঢাকাতে কখনও ফেস করি নাই। করবো, সেটাও ভাবি নাই। পুলিশও কখনও এভাবে ব্যবহারের সাহস পায় নাই।”

“শেখ হাসিনার বাপরে ফুল দিতে যান নাকি? তাহলে কিন্তু মাইর একটাও নিচে পড়বে না…লকডাউন, কারফিউ– সব সময়েই চলাচল করেছি, কিন্তু আজ যেমনটা ফেস করেছি, এটা এই ঢাকাতে কখনও ফেস করি নাই। করবো, সেটাও ভাবি নাই। পুলিশও কখনও এভাবে ব্যবহারের সাহস পায় নাই।”

“শেখ হাসিনার বাপরে ফুল দিতে যান নাকি? তাহলে কিন্তু মাইর একটাও নিচে পড়বে না…লকডাউন, কারফিউ– সব সময়েই চলাচল করেছি, কিন্তু আজ যেমনটা ফেস করেছি, এটা এই ঢাকাতে কখনও ফেস করি নাই। করবো, সেটাও ভাবি নাই। পুলিশও কখনও এভাবে ব্যবহারের সাহস পায় নাই।”

১৫ই অগাস্ট বৃহস্পতিবার একথা লিখে ফেসবুকে পোস্ট করেন আকিব জাভেদ। সেদিন সকালে তিনি ধানমন্ডি ২৭ নম্বর সড়কে নাস্তা করতে গিয়েছিলেন। তখনই কয়েকজন লাঠি-সোঁটা নিয়ে এসে তাকে ওই কথা বলেন এবং যেতে বাধা দেন।

তার মতো আরও অনেকেই দিনভর ফেসবুকে এমন তিক্ত অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেগুলোর মাঝে একটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে একদল লোক কান ধরে ওঠ-বস করাচ্ছেন।

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে,একজনকে প্রায় বিবস্ত্র করে উল্লাস করা হচ্ছে। সহিংসতা থেকে রেহাই পাননি নারীরাও।

বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীকে ঘিরে ১৫ই অগাস্ট ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে যেসব সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকেই সেগুলোকে নিন্দনীয় বলছেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST