Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সকাল ৮:৪৪

ঠাকুরগাঁওয়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

দিগন্ত নিউজঃ
ডিসেম্বর ১৪, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ‘আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ আরও তীব্র হতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।’

এদিকে আজ সকালে তুলনামূলক কম কুয়াশা থাকায় সূর্যের দেখা মিলেছে। তবে উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

শীতের কারণে শ্রমজীবী মানুষের কাজের সময় কমে যাওয়ায় তাদের আয়-রোজগারেও প্রভাব পড়ছে। কৃষিকাজেও দেখা দিয়েছে বাধা।

জেলার বিভিন্ন এলাকার কৃষকরা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় ধান মাড়াই ও শুকানোর কাজ করতে সমস্যা হচ্ছে।

রিকশাচালক আব্দুল মজিদ বলেন, শীতের কারণে ভোরে কাজ শুরু করতে পারি না। রাস্তায় যাত্রীও কম। তাই আয় অনেক কমে গেছে।

অন্যদিকে শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভুগছে শিশু ও বয়স্করা। জেলার সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আনোয়ারুল ইসলাম জানান, শীতজনিত রোগ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, ও শ্বাসকষ্ট নিয়ে শিশু ও বয়স্ক রোগীদের ভিড় বাড়ছে। প্রতিদিন গড়ে ৫০-৬০ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST