Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সকাল ৭:৩২

বিজয় দিবস-নববর্ষ ঘিরে নিরাপত্তার ঘাটতি নেই, জানালেন ডিএমপি কমিশনার

দিগন্ত নিউজঃ
ডিসেম্বর ১২, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আগামী ১৪ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর এবং নববর্ষকে ঘিরে ঢাকাবাসী অনেক স্থানে জমায়েত হবে। এই দিনগুলো ঘিরে নিরাপত্তার কোনো ঘাটতি এবং আশঙ্কা নেই।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস এসোসিয়েশন (ক্র‍্যাব) সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান ও ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীকে সেবা দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। জুলাই আগস্টের পর আপনারা দেখেছেন ঢাকাবাসীর সম্পদ কিভাবে লুট হয়েছে। কি ভাবে ঢাকা অনিরাপদ ছিলো। আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে এবং সাংবাদিকদের সহযোগিতা নিয়ে ঢাকাবাসীর সেবা দানে কোনো ধরনের কার্পণ্যতা করা হবে না। এমন বার্তা আমাদের সকল সহকর্মীকে দেওয়া হয়েছে।

কমিশনার সাজ্জাত আলী আরও বলেন, আগামী ১৪ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর এবং নববর্ষকে ঘিরে ঢাকাবাসী অনেক স্থানে জমায়েত হবে। আমি আশা করি এই সকল জমায়েত আনন্দের সঙ্গে ও নিরাপদভাবে এই দিনগুলো উদযাপন করবে। এই দিনগুলো ঘিরে নিরাপত্তার কোনো ঘাটতি এবং আশঙ্কা নেই বলে আমি মনে করি।

অপরাধ বিষয়ক সাংবাদিকরা পেশাগত কাজে হামলার শিকার হলেও তার কোনো প্রতিকার পায় না। সাংবাদিকদের সঙ্গে পুলিশের পেশাগত আচরণের বিষয়ে ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, হেলমেট বাহিনীর দিন এখন আর নাই। অতীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার মামলার তথ্যগুলো আমার কাছে নিয়ে আসেন। আমি তদন্তের ব্যবস্থা করবো।

শুধু সাংবাদিক না কোনো মানুষই আমাদের হামলার টার্গেট না। একজন পুলিশ কর্মকর্তার তো শৃঙ্খলা থাকতে হবে। তারা হামলা বা দুর্ব্যবহার কেনো করবে? এমন প্রশ্নও রাখেন এসময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ক্র‍্যাব সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি ও ক্র‍্যাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন, ক্র‍্যাব উপদেষ্টা মধুসূদন মন্ডলসহ ক্র‍্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST