Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৪শে জানুয়ারি ২০২৫, ১০ই মাঘ ১৪৩১, ২৩শে রজব ১৪৪৬ সকাল ৬:০৮

কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে কাজ করবে না দুদক

দিগন্ত নিউজঃ
ডিসেম্বর ১১, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতার পালাবদলের পরিবর্তিত সময়ে রাজনৈতিক কিংবা অন্য কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে কাজ না করার ওপর গুরুত্বারোপ করে দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, এ সংস্থা নিয়ে জনপ্রত্যাশা খানিকটা হলেও পূরণ করতে পারবেন তারা।

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এই সময়ে এই পরিবর্তিত সময়ে জনপ্রত্যাশা রাষ্ট্রের যে প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশা খানিকটা হলেও পূরণ করতে পারব।”

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধানের দায়িত্ব পাওয়ার পরদিন বুধবার কমিশনে যোগ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সদ্য সাবেক এই সচিব।

এদিন তার সঙ্গে নবগঠিত কমিশনে কমিশনার হিসেবে যোগ দেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

পরে সন্ধ্যায় কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সামনে আসেন চেয়ারম্যান ও কমিশনার।

বক্তব্য দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন সদ্য যোগ দেওয়া চেয়ারম্যান।

আবদুল মোমেন বলেন, ‘‘যেকাজগুলো করব বলে আশা করি, তার মধ্যে প্রধান- জনপ্রত্যাশা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এসময় জনগণের প্রত্যাশিত বিষয়গুলো কী কী হতে পারে? যেসব বিষয়ে বড় ধরনের ধরনের দুর্নীতি হয়েছে, যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে; এ কাজগুলো যারা করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান আমরা চেষ্টা করব।

”সেই কাজটি সঠিকভাবে ন্যায়পরাণভাবে যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি। যাতে শেষ পর্যন্ত এমন না হয় যে আমরা একটি অসমাপ্ত তদন্ত কিংবা বায়াসড কোনেসা তদন্ত কিংবা কোনো রাজনৈতিক কিংবা অন্য কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে আমরা কাজ না করি সেদিকে লক্ষ্য রাখব।’’

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এলে প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। এসময় তার সঙ্গে নতুন দুদক কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজীও দুদক কার্যালয়ে প্রবেশ করেন।

বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে প্রথমবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আসেন সাবেক সচিব আবদুল মোমেন, যাকে সরকার পতনের পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার দুদকের প্রধান হিসেবে বেছে নিয়েছে। তিনি সাড়ে চার বছরের বেশি সময় ধরে দায়িত্বে থাকা মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ এর স্থলাভিষিক্ত হলেন।

ক্ষমতার পালাবদলের মধ্যে গত ২৯ অক্টোবর আগের কমিশন পদত্যাগ করে।

নতুন চেয়ারম্যান মোমেন প্রধান কার্যালয়ে এলে সংস্থার অন্যান্য কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানান। এসময় তার সঙ্গে নতুন কমিশনার আলি আকবার আজিজীও কার্যালয়ে প্রবেশ করেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST