Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৬শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২, ২৭শে শাওয়াল ১৪৪৬ রাত ১২:০০

ইরানের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

দিগন্ত নিউজঃ
ডিসেম্বর ৪, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ
  • ইরানের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

    লিবারিয়ান পতাকাধারী তেল ট্যাংকার আইস এনার্জি ২০২২ সালের ২৬ মে গ্রীসের এভিয়া দ্বীপের কাছাকাছি স্থানীয় তেল ট্যাংকার লানা থেকে কাঁচা তেল স্থানান্তর করছে। [কস্টাস বাল্টাস/রয়টার্স]

Link Copied!

ইরানের বিরুদ্ধে আবার বড় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির ৩৫ প্রতিষ্ঠান ও জাহাজকে টার্গেট করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি— এসব প্রতিষ্ঠান ও জাহাজ আন্তর্জাতিক বাজারে ইরানি পেট্রোলিয়াম পরিবহণের জন্য ব্যবহৃত ছায়া বহরের অংশ।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে— ১ অক্টোবর ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পরমাণু কর্মসূচি সম্প্রসারণের জবাবে দুই মাস আগে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এই নিষেধাজ্ঞাগুলো তার অনুরূপ।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা দপ্তরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ বলেন, ইরান তার পেট্রোলিয়াম বাণিজ্য থেকে আসা রাজস্বকে তার পরমাণু কর্মসূচির উন্নয়নে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তির বিস্তার এবং আঞ্চলিক সন্ত্রাসী সহযোগীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহার করছে, যা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই ছায়া বহরের জাহাজ ও পরিচালকদের কার্যক্রম ব্যাহত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা এই অবৈধ কার্যক্রমগুলো সহজতর করে।

ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্য ইতোমধ্যেই কঠোর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্রে এই প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করা হবে এবং তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবেন না মার্কিনিরা।

অন্যদিকে ইরান সতর্ক করে বলেছে, যদি জ্বালানি যুদ্ধ শুরু হয়, তাহলে বিশ্ব প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল তেল হারাবে, যা বৈশ্বিক মোট উৎপাদনের প্রায় ১০ শতাংশ।

সূত্র: আলজাজিরা

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন