Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ৯:৪৭

তাহলে কি তাজমহল উড়িয়ে দেওয়া হবে?

দিগন্ত নিউজঃ
ডিসেম্বর ৩, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

বোমা হামলা চালিয়ে ভারতের উত্তর প্রদেশের আগ্রায় সম্রাট শাহজাহান নির্মিত অমূল্য নিদর্শন তাজমহলকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুসলিম ঐতিহ্যবাহী এই বিখ্যাত সৌধটি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। এটি ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত। তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে শোরগোল পড়ে গেছে দেশটির পর্যটন দপ্তরসহ নিরাপত্তা সংস্থাগুলোতে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) আগ্রায় উত্তরপ্রদেশ রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসের ই-মেইলে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। এর পরেই তাজমহল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।

ই-মেইলে এই হুমকি পাওয়ার পর উত্তরপ্রদেশ পুলিশ মঙ্গলবার তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বোমা কিংবা বিস্ফোরকের সন্ধান পায়নি পুলিশ।

দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বোমা হামলা চালিয়ে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি দিয়ে উত্তর প্রদেশ পুলিশের কাছে একটি ই-মেইল পাঠিয়েছেন অজ্ঞাত ব্যক্তি।

পরে পুলিশের সদস্যরা তাজমহলের ভেতরে ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে। তবে সেখান থেকে কোনো ধরনের বিস্ফোরক কিংবা বোমা উদ্ধার করতে পারেনি পুলিশ। এই ঘটনা তদন্তে উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ই-মেইলে হুমকি পাওয়ার পরপরই তাজমহলের ভেতরে ও বাইরে তল্লাশি চালানো হয়েছে। ভারতের কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআইএসএফের জওয়ানরা দীর্ঘক্ষণ ধরে এই তল্লাশি চালিয়েছেন। এছাড়া তাজমহলের আশপাশের এলাকায়ও তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু উদ্ধার হয়নি।

উত্তরপ্রদেশের পুলিশ কর্তা সাইদ আরিব আমেদ বলেন, পর্যটন দপ্তরে একটি হুমকি ই-মেইল আসে। যেখানে বিস্ফোরণে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আগ্রা পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাজমহল এলাকায় বোমা নিষ্ক্রীয়কারী দল পাঠানো হয়েছে।

তিনি বলেন, হুমকি বার্তা আসার পরই ঘটনাস্থলে ছুটে যায় বোমা নিষ্ক্রীয়কারী দল। নামানো হয় প্রশিক্ষিত কুকুরও। তাজমহলজুড়ে বোমার খোঁজে তল্লাশি চালানো হয়। তবে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

গত কয়েক মাস ধরে এ ধরনের অসংখ্য বোমা হামলার হুমকি বার্তা ছড়িয়েছে ভারতজুড়ে। বিশেষ করে বিমানের ফ্লাইট ঘিরে এ ধরনের হুমকি বেশি আসে। ফলে অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়। ভোগান্তির শিকার হন যাত্রীরা।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST