নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই বেশ শীত শীত আমেজ শুরু হয়েছে দেশের বিভিন্ন জেলায়। তাপমাত্রা কমে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। এরইমধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা শুরু হয়ে গেছে। হিমালয়কন্যা পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা আগামী পাঁচদিনের মধ্যে আরও কমবে বলেই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তবে আশার কথা হচ্ছে দেশের কোথাও এখনো শৈত্যপ্রবাহ হয়নি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আগামী ১৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত তাপমাত্রা যেমন আছে, তাতে আগামী এক সপ্তাহের মধ্যে ওইরকম শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার উল্লেখযোগ্য কোনো সম্ভাবনা নেই।
তবে, ১৫ ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হয় এবং শেষের দিকেও তীব্র শৈত্যপ্রবাহ থাকে।
শৈত্যপ্রবাহ হলে কোন অঞ্চলে হবে সেটিও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর জানায়, দেশে যখন শৈত্যপ্রবাহ শুরু হয় তখন রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মূলত হয়ে থাকে। আর ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগে শৈত্যপ্রবাহ একটু পরে আসে। অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।