Dianta-News-PNG
ঢাকা সোমবার- ২০শে জানুয়ারি ২০২৫, ৬ই মাঘ ১৪৩১, ১৯শে রজব ১৪৪৬ সন্ধ্যা ৭:৩৭

ময়মনসিংহ বিসিকে একটি গুদামে অগ্নিকাণ্ড

দিগন্ত নিউজঃ
নভেম্বর ২৯, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের মাসকান্দায় বিসিক শিল্প নগরীতে একটি কীটনাশকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে হেকেম বাংলাদেশ কীটনাশক গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ নামের একটি কীটনাশক কোম্পানির গুদামে আগুন লাগে। সেখানে কীটনাশক তৈরির কাঁচামাল সংরক্ষণ করা হতো।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক মতিউর রহমান জানান, আগুন লাগার পর তা আশপাশে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, বিসিক শিল্প নগরীতে আগুনের খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে ফায়ার সার্ভিস কর্মীদের ২ ঘণ্টা চেষ্টার পর বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।

হেকেম বাংলাদেশ ময়মনসিংহের এরিয়া ম্যানেজার মামুন অর রশিদ বলেন, “গোডাউনটিতে কীটনাশক তৈরির মেটেরিয়াল থাকতো। সেটি সবসময় তালাবদ্ধ ছিল। নিরাপত্তার জন্য শুধু একজন দারোয়ান আছেন।

কোম্পানিটির আঞ্চলিক এই ব্যবস্থাপক আরও জানান, কারখানাটির ভেতরে তাদের কোনো লোক ছিলেন না। সপ্তাহে এক দিন বা মাসে দুই দিন কারখানাটি খুলে কাঁচামাল অন্য কারখানায় নেওয়া হতো। কীভাবে সেখানে আগুন লাগল, তা বলা যাচ্ছে না।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনা, র‍্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST