Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ২:১৬

প্রথমসারির ২০ তারকা নিয়ে আসছে ‘হাউজফুল ৫’

দিগন্ত নিউজঃ
নভেম্বর ২৮, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমার একটি ‘হাউসফুল’ সিরিজ। ২০১০ সালে মুক্তি পেয়েছিল হাউসফুলের প্রথম পর্ব। সে পর্ব দারুণ হিট হওয়ার দুই বছরের মাথায় আসে ‘হাউসফুল টু’। এটিও বেশ আলোচিত হয়। এর একে একে ২০১৬ সালে আসে ‘হাউসফুল থ্রি’ এবং ২০১৯ সালে আসে ‘হাউসফুল ফোর’। তবে, এবার আসছে এই সিনেমার পঞ্চম কিস্তি।

ইতোপূর্বেই জানা গিয়েছিল, বলিউডের আলোচিত এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তিতে থাকবেন তিন নায়ক ও পাঁচ নায়িকা। এবার জানা গেল, আসন্ন এই ছবিটি হতে চলেছে পুরোপুরি তারকাখচিত। বলিউডের প্রথমসারির ২০ জন তারকা নিয়ে ‘হাউজফুল ৫’-এর ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

আরও পড়ুন—      এক সিনেমায় দেখা যাবে পাঁচ নায়িকাকে

গতকাল (২৭ নভেম্বর) ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, বলিউডের তাবড় তাবড় অভিনেতারা সব দল বেঁধে একটি সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। এই ছবিটি পোস্ট করে তিনি জানান, ছবির সবক’জন তারকাই থাকবেন ‘হাউজফুল ৫’ ছবিটিতে।

Housefull Image 1
Housefull Image 2
Housefull Image 3
Housefull Image 4

পোস্ট করা সেই ছবিটিতে দেখা গেছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, চিত্রাঙ্গদা সিং, সৌন্দর্য শর্মা, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, জনি লিভার, নানা পাটেকার, চাঙ্কি পান্ডে, শ্রেয়স তালপাড়ে, জাফরি, সাজিদ নাদিয়াদওয়ালার মতো তারকারা। এদিন প্রকাশ্যে আসা ছবিটিতে অভিষেককে ছবির একেবারে মধ্যমণি হয়ে থাকতে দেখা গেছে। আর এই সকল অভিনেতারা মিলে যে কমেডির ডোজ কয়েক গুণ বাড়াবেন সেটা বলার অপেক্ষা রাখে না।

হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হবে সিনেমাটি। তাই আয়োজনও বড়। ছবিটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি। ২০২৫ সালের ৬ জুন মুক্তির উদ্দেশ্যে হাউসফুল ফাইভের কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতারা।

তথ্যসূত্র: বলিউড হাঙ্গামা
দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST