Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ সকাল ৭:২০

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকঃ জাতীয় ঐক্যের আহ্বান বিএনপি’র

দিগন্ত নিউজঃ
নভেম্বর ২৮, ২০২৪ ১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতারা।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

এক ঘণ্টার বেশি চলা বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, এখন বিভাজনের সময় না। সব দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া আমরা বলেছি চলমান বিশৃঙ্খলা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন। এছাড়া তিনি বিএনপির জাতীয় ঐক্যের আহবানের বিষয়ে একমত পোষন করেছেন।

বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন