Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ ভোর ৫:৩৪

‘গণমাধ্যম থেকে প্রত্যাশা অনুযায়ী সহায়তা পাচ্ছি না’

দিগন্ত নিউজঃ
নভেম্বর ২৬, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ
  • ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম । ফাইল ছবি

Link Copied!

গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিভিন্ন বিষয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ কারণে দুঃখ প্রকাশও করেন তিনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)র নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

উপদেষ্টা বলেন, সাংবাদিকতা নিয়ে মানুষের মনে এক ধরনের ধোঁয়াশা বিদ্যমান। এক সময় মানুষ টিভি দেখা বন্ধ করে দিয়েছিল, কারণ আগেই জানত কী বলা হবে। গণমাধ্যমের ওপর মানুষের বিশ্বাস অনেকটাই কমে গিয়েছিল। নানামুখী প্রতিবন্ধকতা তৈরী করা হয়েছিল। আর্থিক সুবিধাও নিতো অনেকে। বিগত সরকারের সাথে যেভাবে দোসর হিসেবে কাজ করত, তা আসলে ঠিক হয়নি। আওয়ামী লীগের থিঙ্কট্যাঙ্ক সিআরআইয়ের হয়ে তারা কাজ করত।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ সময় বলেন, আন্দোলনের সময় অনেক ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে, সেজন্য দুঃখিত।

বিভিন্ন মিডিয়ায় এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে উল্লেখ করে নাহিদ বলেন, তাদের বিষয় ওই হাউজগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে। কেউ তখন কিছু করতে বাধ্য হলে, এখন ভুল স্বীকার করুক। কিন্তু ৫ আগষ্টের পর এই দিকের লোক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলে তা হবে না।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, মন্ত্রণালয় একটা স্বাধীনতা দিতে চায়, সরকারের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ থাকবে না। কিন্তু সাংবাদিকরা কীভাবে গণমাধ্যমকে দেখতে চায় তাও গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সংস্কার কমিশন সবার সাথে কথা বলে প্রতিবেদন দেবে। তারপর মন্ত্রণালয় আবার সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে। সবাইকে নিয়েই সরকার একটা সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে চায়।

গণমাধ্যমের কাছে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে তথ্য উপদেষ্টা বলেন, বিটিভিও কিন্তু সরকারের সমালোচনা করছে।

নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যম থেকে চাওয়া অনুযায়ী সহায়তা পাচ্ছি না। ফ্যাসিস্টের দোসররা করবে না তা ঠিক। কিন্তু গতকালকের ঘটনায়ই গণমাধ্যম সঠিক খবর দেয়নি। অনেকে বলে দিল ৫/৭ জন মারা গেছে, তা তো সঠিক নয়। তার আগের দিন বলা হলো, ২২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসলে তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনায় ল এন্ড অর্ডারের যে পরিস্থিতি হয়েছে, তা সরকার দেখবে এবং যথাযথ ভুমিকা পালন করবে জানিয়ে উপদেষ্টা বলেন, বিগত সময়ে নানা গণমাধ্যমের ওপর ক্ষোভ তৈরি হয়েছে, তাও সত্য। গণমাধ্যমের উচিত জনগণের কাছে এসব বিষয় স্পস্ট করা। পত্রিকা অফিসে হামলা-ভাংচুর হলে সরকার মেনে নেবে না, ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মানুষ যেন বাধা ছাড়া ক্ষোভ প্রকাশ করতে পারে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের লাঠি-পেটা করে সরিয়ে দেওয়ার কিছু নেই।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন