Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৬শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২, ২৭শে শাওয়াল ১৪৪৬ রাত ১২:৪৩

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ ৩ কেএনএফ’র সন্ত্রাসী নিহত

দিগন্ত নিউজঃ
নভেম্বর ২৪, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনফ) তিন সদস্য নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর।

রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রুমা উপজেলার মুন্নমপাড়া পাহাড়ের অদূরে জঙ্গলে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের একটি গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে তাদের দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ চলে। পরে অস্ত্রধারীরা পালিয়ে গেলে আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। বন্দুকযুদ্ধে কেএনএফ’র অস্ত্রধারী ৩ সদস্য নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার কুত্তা ঝিরি নামক স্থানে কেএনএফের সঙ্গে সেনাবাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে বলে শুনেছি।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন