Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৪শে জানুয়ারি ২০২৫, ১০ই মাঘ ১৪৩১, ২৩শে রজব ১৪৪৬ সকাল ৬:৪৮

গাজীপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে ঋণ দেওয়ার নামে টাকা উত্তোলন

খোরশেদ আলম খোকাঃ
নভেম্বর ২২, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রতি তিন লক্ষ টাকা হারে সুদ মুক্ত ঋণ দিবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। অহিংস গণঅভ্যুথান বাংলাদেশ এর উদ্যোগে “লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেব” শ্লোগান প্রচার করে ঋণ দেওয়ার নামে নতুন করে প্রতারণায় নেমেছে একটি প্রতারক চক্রটি।

ঋণ নিতে আগ্রহীদেরকে আগামী ২৫ নভেম্বর রাজধানী ঢাকার শাহবাগে সম্মেলনে উপস্থিত হতে হবে এবং ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতর জন্য নিশ্চিত করতে জনপ্রতি তিনশত থেকে চারশত টাকার বিনিময়ে দেয়া হয়েছে একটি করে ডেলিগেট টিকেট স্বরুপ টোকেন। সাথে এটিও জানিয়ে দেয়া হচ্ছে টোকেনধারী সবাইকে দেওয়া হবে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুছের পক্ষ থেকে তিন লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ।

এদিকে এই সুদমুক্ত ঋণ প্রদানে গাজীপুর জেলায় সমন্বয়ক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন কোনাবাড়ি এলাকার মোঃ তপন আহমেদ ও সৈয়দ আশরাফুজ্জামান ঠান্ডু।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আরো কয়েক জন রয়েছে বলে প্রাথমিকভাবে গণমাধ্যমকর্মীরা জানতে পেরেছেন।

এই প্রতারকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় হলেও প্রায় ২/৩ বছর ধরে প্রতারণা করে নগরীর কোনাবাড়ি থানার বিভিন্ন এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। তাদের এই প্রতারণার কৌশলী ফাঁদে পা-দিয়ে সর্বসান্ত হওয়ার পথে যেতে বসেছে প্রায় কয়েক হাজার খেটে খাওয়া শ্রমিক ও স্থানীয় বাসিন্দা।

স্থানীয় ভোক্তভোগীরা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে স্থানীয় গণ্যমান্যদের অবগত করেন। স্থানীয়ভাবে গোপন সংবাদের ভিত্তিতে অনুসন্ধানে নামে বিভিন্ন ভাবে গণমাধ্যম কর্মীরা।

এক পর্যায়ে প্রতারক চক্রের কাছে সংবাদ কর্মীগণ লোন নিতে আগ্রহী হয়ে করণীয় সম্পর্কে জানতে চাইলে প্রতারকগণ সংবাদকর্মীদের কাছে উক্ত তিনশত হতে চারশত হারে টাকা দাবি করেন।

বিশিষ্টজনরা মনে করেন, দেশর সরকার প্রধানের নামে এমন ভয়াবহ প্রতারণা রাষ্ট্র দ্রোহিতার সামিল। উপযুক্ত শাস্তি না হওয়ায় ভয়াবহ রুপ নিয়েছে প্রতারণা।

অভিযোগ ও প্রতারকদের বক্তব্য থেকে জানা যায়, প্রতারকরা রাষ্ট্র প্রধানের নামে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা আত্নসাৎ করেন।

আরও এক প্রতারক জানান, টাকার বিপরীতে ঋণ ও সম্মেলনে উপস্থিতির জন্য টিকেট দিয়েছেন। ওই টিকেট নিয়ে নির্দিষ্ট বাসযোগে ঢাকার সম্মেলনে যাবেন ঋণ প্রত্যাশিরা। সেখানে সম্মেলনের লগোযুক্ত একটি করে টি-শার্ট দেয়া হবে। একই সময় ঋণ প্রত্যাশিদের চূরান্ত তালিকা করা হবে। জনপ্রতি পেয়ে যাবেন ৩ লাখ থেকে কোটি টাকা ঋণ। মাসিক তিন হাজার টাকা হারে কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ পাবেন প্রত্যেক ঋণ গ্রহিতা।

কত জনকে দেওয়া হবে ঋণ সে ব্যাপারে তপন আহমেদ, সৈয়দ আশরাফুজ্জামান ঠান্ডু ও জেসমিন আক্তার মুক্তা বলেন, অহিংস গণঅভ্যূত্থাণ বাংলাদেশ এর সকল সদস্য কে দেওয়া হবে এই ঋণ।

ওই এলাকার বাসিন্দা ও ভূক্তভূগী মোঃ বিপ্লব, সোনামিয়া, লীমা, রতন, আকলিমা সুলতানা, সামছুল, মন্টু, গেসু মিয়া, কাজল, রতন, মতিসহ অর্ধ্ব-শতাধিক ভূক্তভূগী জানান, ৩০০টাকার বিপরীতে কিছু না দেয়া হলেও ৪শ টাকার বিনিময়ে যারা ঢাকায় গিয়ে সম্মেলনে যোগ দিয়ে উপস্থিতি জানান দিবে তাদের দেয়া হয়েছে বাসের টিকেট। সম্মেলনে গেলে পাবেন একটি করে টি-শার্ট ও ঋণের নিশ্চয়তা।

ভূক্তভূগীরা গণমাধ্যমকে আরো জানান, প্রায় ১৫দিন ধরে এসব টাকা তুলে তারা বাড়ির অসমাপ্ত কাজ সম্পাদন করছে।

ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ এ প্রতারকসহ এর সাথে জড়িতদের বিচার দাবি করেন।

অপর দিকে এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক আ-ব-ম মোস্তফা আমীনের মুঠোফোনে কল করলে তিনি জানান, টাকা তোলার বিষয়টি তার জানা নেই। তাদের আইনের হাতে সোপর্দ করার কথাও বলেন তিনি।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST