Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সন্ধ্যা ৬:১৭

দোহারে গ্যারেজ থেকে মালিকের মরদেহ উদ্ধার

দিগন্ত নিউজঃ
নভেম্বর ২৩, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার দোহারে মো. শহিদ (৪০) নামে এক রিকশা গ্যারেজ মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. শহিদ চর লটাখোলা এলাকার করম আলীর ছেলে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টায় রিফাত নামে এক যুবক গ্যারেজে গাড়ি নিতে আসেন। এ সময় শহিদ ঘুমিয়ে রয়েছে ভেবে তাঁকে ওঠানোর চেষ্টা করেন রিফাত। ডাকার পরও শহিদ সজাগ না হওয়ায় পাশের দোকানদারকে ডেকে আনার পর তারা বুঝতে পারেন শহিদ মারা গেছেন।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

দোহার থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গ্যারেজ থেকে একটি রিকশা ও চারটি রিকশা থেকে ১৬টি ব্যাটারি চুরি হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রাথমিকভাবে রিকশা ও ব্যাটারি চুরির জন্য শহিদকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন