Dianta-News-PNG
ঢাকা বুধবার- ১৮ই জুন ২০২৫, ৪ঠা আষাঢ় ১৪৩২, ২১শে জিলহজ ১৪৪৬ সকাল ৬:০৮
 

‘বাঘি ৪’-এর ফার্স্ট লুকে ভিন্ন এক টাইগার

দিগন্ত নিউজঃ
নভেম্বর ১৯, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

এক হাতে দৈত্যকার ‘বুচার নাইফ’ আরেক হাতে মদের বোতল, ঠোঁটে ধরা সিগারেট, চারদিকে রক্তগঙ্গা- একেবারে ভিন্ন লুকে কমোডের উপর বসে টাইগার শ্রফ। মূলত ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি নিয়ে আসছেন তিনি।

অর্থাৎ ‘বাঘি ৪’-এর ফার্স্ট লুকে ধরা দিলেন টাইগার। সোমবার সকালে জ্যাকিপুত্রের এমন লুকে নেটপাড়া রীতিমত শোরগোল।

করোনাকালে ‘বাঘি ৩’ ছবির সাফল্যের পরই শোনা গিয়েছিল, চতুর্থ সিক্যুয়েলের ছক কষা শুরু করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। তবে সেই চতুর্থ ফ্র্যাঞ্চাইজি আনতে একটু বেশি সময় নিলেন তিনি। বছর চারেকের বিরতির পর আসছে ‘বাঘি ৪’।

পরিচালক এ হর্ষা সোমবার থেকে টাইগার শ্রফকে নিয়ে শুটিং শুরু করলেন। যিনি এর আগে ‘ভাজরাঙ্গি’, ‘ভেদা’র মতো দক্ষিণী ছবির পরিচালনা করেছেন। এবার তিনিই ‘বাঘি ৪’-এর দায়িত্বে। সেই সঙ্গে এদিন ছবির ফার্স্ট লুকও প্রকাশ্যে এল।

২০২৫ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে এই সিনেমা।

‘হিরোপান্তি’ স্টার বলিউডের বক্স অফিসে সেভাবে পায়ের তলার মাটি শক্ত করতে না পারলেও মাল্টি স্টারার ছবিতে কিন্তু তার কদর কম নয়। ‘বড় মিঞা’ অক্ষয় কুমারের ‘ছোট মিঞা’ হয়ে অ্যাকশন তারকা হিসেবে ধরা দিয়েছেন। সেই ছবি অবশ্য বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি।

এদিকে সম্প্রতি রোহিত শেঠি তারকাখচিত ‘সিংহাম এগেইন’ ছবিতে লক্ষ্মণের মতো রাম অজয় দেবগণের পাশে থেকে প্রশংসা কুড়িয়েছেন। যে ছবি আপাতত রমরমিয়ে ব্যবসা করছে। আর সেই সাফল্যের মাঝেই ‘বাঘি ৪’-এর ফার্স্ট লুকে হাড়হিম করা লুকে ধরা দিলেন টাইগার শ্রফ।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন