Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ৮:৪০

ইসরায়েলকে আকাশপথ ব্যবহারে বাধা তুরস্কের

দিগন্ত নিউজঃ
নভেম্বর ১৯, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তুরস্কের আকাশসীমা ব্যবহার করার অনুমতি চাইলে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তা দিতে অস্বীকৃতি জানায় তুরস্ক।

সম্প্রতি ইসরায়েলি গণমাধ্য টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হারজোগ আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুর্কি আকাশপথ ব্যবহার করতে চেয়েছিলেন। তবে তুরস্কের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে আপত্তি জানায়। যার ফলে ইসরায়েলি প্রেসিডেন্ট তার যাত্রা বাতিল করেন। এই পরিস্থিতি আঙ্কারা ও তেলআবিবের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করেছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলি পাল্টা হামলায় গাজা উপত্যকায় ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১ লাখের বেশি মানুষ।

গাজা উপত্যকায় মানুষের ওপর এই অমানবিক পরিস্থিতি নিয়ে তুরস্ক ব্যাপক সমালোচনা করে আসছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য উদ্যোগী হয়েছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছেন।

এ ছাড়া, গাজার পরিস্থিতির কারণে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সকল বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে একঘরে করার জন্য কাজ করছে। তুরস্কের এই পদক্ষেপ ইসরায়েলি সরকারকে তীব্র প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে। এরই মধ্যে, তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে চাওয়া ইসরায়েলি প্রেসিডেন্টের আবেদন প্রত্যাখ্যানে দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

এদিকে ইসরায়েলি হামলা এবং গাজার দুর্বিষহ পরিস্থিতি নিয়ে তুরস্কের অটল অবস্থান, দেশটির আন্তর্জাতিক কূটনৈতিক কৌশলকে স্পষ্টভাবে প্রতিফলিত করেছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST