Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ১০:৩৪

কারাগারে থেকে কোরআনের হাফেজ হলেন ১৩ হাজার বন্দি

দিগন্ত নিউজঃ
নভেম্বর ১৮, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

কারাগারে থাকা বন্দীদের বিভিন্ন দেশে বিভিন্নভাবে সাজা দেওয়া হয়। তবে আফ্রিকার দেশ মরক্কোর কারাগারে বন্দিদের শাস্তি দেওয়ার পদ্ধতি একেবারে ভিন্নরকম। সেখানে দণ্ডিত আসামিদের ইসলামি শিক্ষার আওতায় আনা হয় এবং পবিত্র কোরআনের হেফজ করানো হয়।

২০২৪ সালে এ পর্যন্ত মরক্কোর ১৩ হাজার ৪৬৪ জন কারাবন্দি পবিত্র কোরআন মুখস্থ করেছেন।

কারাগার প্রশাসনের জেনারেল বোর্ড জানিয়েছে, এই সাফল্য কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের ফলাফল।

মরক্কোর অনলাইন নিউজ পোর্টাল হেসপ্রেসের প্রকাশিত এক ইনফোগ্রাফে দেশটির প্রশাসনের প্রতিবেদন তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, দেশটির সংসদে কারাগারের পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নে জানানো হয় যে, ৬৭ হাজার ৭৭২ জন বন্দি তাবলিগ, ওয়াজ, এবং নির্দেশনামূলক কর্মসূচির মাধ্যমে উপকৃত হয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে, মরক্কোর কারাগার প্রশাসন দেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বন্দিদের জন্য খুতবা, ইসলামিক নির্দেশিকা, এবং কোরআন শেখানোসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।

বন্দিদের ইসলামি মূল্যবোধ শেখানোর লক্ষ্যে পবিত্র কোরআন, প্রয়োজনীয় দোয়া-দরুদ, এবং হাদিস মুখস্থ করার ওপর জোর দেওয়া হচ্ছে।

মরক্কোর কারা প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং কারাগারে কোরআন মাজিদ হেফজ কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা হবে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST