Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সকাল ৭:১২

১০০ দিনে সবল হয়েছে দেশের অর্থনীতিঃ প্রধান উপদেষ্টা

দিগন্ত নিউজঃ
নভেম্বর ১৭, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে বাংলাদেশের অর্থনীতি সবল হয়ে গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৭ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, ১০০ দিন আগে আর্থিক দিক থেকে আমরা যে লন্ডভন্ড অবস্থা থেকে যাত্রা শুরু করেছিলাম। এই একশো দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে এসেছে। এই অবস্থা সম্পূ্র্ণ নিজস্ব নীতিমালা দিয়ে হয়েছে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ছিল। এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত তিন মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই আমরা প্রায় ২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি। জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ ৪৭৮ মিলিয়ন ডলার হতে কমিয়ে ১৬০ মিলিয়ন ডলারে আনতে পেরেছি।

বিভিন্ন সংস্থা ও দেশ থেকে সাহায্য প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, আমাদের বন্ধুদের কাছ থেকে যে সাহায্যের আয়োজন হয়েছে তা এখনও আসা শুরু করেনি। তবে দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতি তারা আমাকে দিয়েছে।

এসকল সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়া, গত ১০০ দিনে আন্দোলনের আহতদের ‍পুনর্বাসন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতিসহ যেসকল কাজ করেছেন তার তুলে ধরেছেন এই ভাষণে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST