Dianta-News-PNG
ঢাকা মঙ্গলবার- ১৭ই জুন ২০২৫, ৩রা আষাঢ় ১৪৩২, ২০শে জিলহজ ১৪৪৬ রাত ৯:১৩
 

রমজান উপলক্ষে কমছে ভোজ্যতেলে আমদানি শুল্ক

দিগন্ত নিউজঃ
নভেম্বর ১৭, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের আমদানি শুল্ক ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

রোববার (১৭ নভেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস সেবা সহজে যাত্রীদের জন্য হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় খেজুর আমদানিতেও শুল্ক কমানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, রোজায় ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করা হচ্ছে।

করদাতাদের উৎসাহ দিতে আগামী বছর থেকে ই-রির্টান দাখিলের জন্য মোবাইল আ্যাপ চালু করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

এনবিআর চেয়ারম্যান জানান, সোনা চোরাচালান রোধে বিদ্যমান ব্যাগেজ রুলস সংশোধনের কাজ চলছে। যেসব এয়ারক্রাফটে চোরাচালানের সোনা পাওয়া যাবে সে সব এয়ারক্রাফটের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া যায় সেজন্য সিভিল এভিয়েশনের সঙ্গে আলোচনা করা হবে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন