Dianta-News-PNG
ঢাকা সোমবার- ২০শে জানুয়ারি ২০২৫, ৬ই মাঘ ১৪৩১, ১৯শে রজব ১৪৪৬ সন্ধ্যা ৬:০৬

লটারি নয় মেধার ভিত্তিতে ভর্তির দাবিতে বিক্ষোভ রেসিডেন্সিয়াল শিক্ষার্থীদের

দিগন্ত নিউজঃ
নভেম্বর ১৭, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ডিজিটাল লটারি নয়, পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে রাজধানীর আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।

রোববার (১৭ নভেম্বর) সকাল দশটার দিকে তারা কলেজে থেকে বেরিয়ে আসেন। এরপর আসাদগেট এলাকায় গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতিতে লটারি চালু করা হয়েছিল। সেই পরিস্থিতি এখন আর নেই। তারপরও কয়েক বছর ধরে লটারির ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলে আসছে। তাই লটারি প্রথা আর চান না তারা।

পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে ভর্তির দাবি করে শিক্ষার্থীরা জানান, করোনাকালীন সময়ে শুরু হওয়া লটারি পদ্ধতির ভর্তি প্রক্রিয়া বাতিল করে মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তি পরীক্ষা চালু করতে হবে। এই দাবিতে কর্তৃপক্ষকে আল্টিমেটাম দেয়ার পরও কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আন্দোলনে নামেন তারা।

এই দাবির বিষয়ে সুষ্ঠু সমাধানের আসায় তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অবস্থান করছেন বলেও জানান তারা।

তারা আরও বলেন, বিশেষ করে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে খুব দ্রুত পরীক্ষার মাধ্যমে ভর্তি নিয়ে মেধার মূল্যায়ন করতে হবে। দাবি আদায় না হলে সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কলেজ কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বানও জানানো হয়। তারপরও কলেজ থেকে বেরিয়ে শিক্ষার্থীরা গণভবনের সামনের সড়কে অবস্থান নেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST