যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, ব্রিটেন প্রত্যাশা করে, বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় ব্রিটেন।
রোববার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ক্যাথরিন ওয়েস্ট বলেন, শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রতিবদ্ধ। ড. মুহাম্মদ ইউনূস দ্রুত গণতন্ত্র ফেরাতে নির্বাচনের রূপরেখা দেবেন বলেও প্রত্যাশা যুক্তরাজ্য।
রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে সবসময় প্রস্তুত ব্রিটেন উল্লেখ করে তিনি বলেন, সামরিক জান্তার দমনপীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় আরও ১০ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য।
লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট জানান, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি বা ব্রিটেন কোনো ব্যক্তিগত ইস্যুতে মতামত দেয় না। তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন।
এর আগে সকাল ১০টা থেকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন ক্যাথরিন ওয়েস্ট।
এরও আগে গতকাল শনিবার (১৬ নভেম্বর) দু’দিনের সফরে ঢাকায় আসেন ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের।
ক্যাথরিন ওয়েস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরে সরাসরি চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর দেখভাল করেন। তাছাড়া ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা, বিশেষত রফতানি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক কূটনীতি, প্রযুক্তির বিস্তৃতি ও প্রয়োগের বিষয়গুলো তদারক করে থাকেন।