Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ১০:০৩

হাত কাঁপছিল-কপাল ঘর্মাক্ত, কালিমা পাঠ শেষেই হেসে উঠলেন

দিগন্ত নিউজঃ
নভেম্বর ১৬, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শিরোনামের এই ঘটনা ঘটে এক খ্রিস্টান ধর্মাবলম্বী যুবকের ইসলাম গ্রহণের সময়। শুক্রবার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ব্রুকলিনের বায়তুল মামুর মসজিদের ঘটনাটি তুলে ধরেছেন মুহাদ্দিস মাহমুদুল হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটি তুলে ধরেছেন এভাবে-

আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ

আজ জুমুয়ার খুতবা প্রদান করি মসজিদ বায়তুল মামুর, মুনা সেন্টার, ব্রুকলিন, নিউইয়র্কে। খুতবার পূর্বে এই খ্রিষ্টান ভাইটি আমাদের নিকট শাহাদা বাক্য পাঠ করে ইসলামে দীক্ষিত হন। আলহামদুলিল্লাহ

আমাদের ভাইটি নতুন নাম পছন্দ করেছেন, ‘আবদুল্লাহ’।

ভাইটি যখন ভাঙ্গা ভাঙ্গা গলায় কালিমা পাঠ করছিলেন; তখন আমি লক্ষ্য করছিলাম, তাঁর হাত কাঁপছে, কপাল ঘর্মাক্ত হয়ে যাচ্ছে,সুবহানাল্লাহ!! কালিমা পাঠ করেই সে হেসে উঠছিল, আর মুসল্লিরা সবাই উচ্চস্বরে বলে উঠছিল “আল্লাহু আকবার।” মুনার ইলেক্টেড প্রেসিডেন্ট ইমাম মাওলানা দেলাওয়ার হোসাইন ভাইজান পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST