চলতি মাসেই গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স। গায়ানাতে যেখানে পাঁচটি দল অংশগ্রহণ করবে।
শনিবার (১৬ নভেম্বর) মিরপুরে রংপুর ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, এই টুর্নামেন্টে খেলতে পারা নিয়ে সন্তুষ্টির কথা। এমনকি ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হিসেবেও দেখছেন তিনি।
রংপুর রাইডার্সের অধিনায়ক বলেন- আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে, এখানে অংশ নেওয়া। দেশের মধ্যে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য।
তিনি আরও বলেন- একইসঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এরকম সুযোগ আসে।
রংপুরের হেড কোচ মিকি আর্থারের সঙ্গে পরিকল্পনাও সাজিয়েছেন সোহান বলেন- সত্যি বলতে আমরা জাতীয় লিগের ম্যাচ খেলছিলাম। শেষ চারদিন আমরা একসঙ্গে অনুশীলন করেছি। আমার কাছে মনে হয় ওখানে গিয়ে তিন-চারদিন অনুশীলনের একটা সুযোগ পাবো, সেটা কাজে লাগানোর চেষ্টা করবো। আমি শেষ ওয়ানডে সিরিজ ওখানে খেলেছিলাম, গায়ানা ও বাংলাদেশের উইকেট কিছুটা একই।