Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সকাল ৮:২৭

হঠাৎ সব মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা

দিগন্ত নিউজঃ
নভেম্বর ১৪, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে হেনস্তার শিকার হওয়ার ঘটনার পর বাংলাদেশের সব মিশনকে প্রটোকল ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান এই তথ্য জানিয়েছেন।

মুখপাত্র বলেন, জেনেভাতে যা ঘটেছে এটি অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। এটার বিরুদ্ধে ইতোমধ্যে অ্যাকশন নেওয়া হয়েছে। আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার- তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে।

উপদেষ্টা আসিফ নজরুলের জেনেভা সফরের সময়ে বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনার পরে বাংলাদেশের সব মিশনকে প্রটোকল ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে তৌফিক হাসান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবগুলো মিশনকে নির্দেশনা পাঠানো হয়েছে— ভবিষ্যতে প্রটোকল বা নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা যেন গ্রহণ করা হয়।

স্থায়ী প্রতিনিধির অফিসে কর্মরত বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এ ছাড়া স্টাফ বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি ডিসমিসের সিদ্ধান্ত হয়েছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST