Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২২ মহর্‌রম ১৪৪৭ সন্ধ্যা ৭:৪১
 

বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, জানালেন তারেক রহমান

দিগন্ত নিউজঃ
নভেম্বর ১৪, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ
  • বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, জানালেন তারেক রহমান What will BNP do if it comes to power, said Tariq Rahman

    ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিএনপির সেমিনারে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

Link Copied!

বিএনপি ক্ষমতায় গেলে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারেন সে ব্যাপারে নিশ্চয়তা দেয়া হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিএনপির সেমিনারে তিনি এ কথা বলেন।

গত ১৬ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেন তারেক রহমান।

তবে তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য যেনো ক্ষমতার জন্য না হয়ে উন্নয়ন ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য হয়।

তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নিয়মতান্ত্রিক উপায়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক ও অলিগার্কিক হবে না।

তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন মানে একদল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয়। তাই প্রধানমন্ত্রীর সমালোচনার জন্যও যেন কাউকে হেনস্তা না করা হয় সেই বিষয়ে নিশ্চয়তা দেয়া হবে। এছাড়া স্বৈরাচার ব্যবস্থা আর যেনো ফিরে না আসে, সেজন্য বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা সংযোজন করবে, যেখানে একজন পর পর দুইবারের বেশি যেনো প্রধানমন্ত্রী হতে না পারে।

তবে দেশ গঠনে সবার অংশগ্রহণ ও ভূমিকা জরুরি বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এছাড়া গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা দেয়া হবে বলেও জানান তারেক রহমান।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন