Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সন্ধ্যা ৭:১৮

সরকারি কর্মকর্তাদের জনসম্পৃক্ত হওয়ার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার

দিগন্ত নিউজঃ
নভেম্বর ১৩, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

সরকারি কর্মকর্তাদের জনসম্পৃক্ত হওয়ার নির্দেশনা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমলারা জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতেন।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ‘মাওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমি মনে করি, তারা জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন। সেই সেবাটা যেন জনগণকে তারা দেন। প্রভুত্বমূলক জায়গায় না থেকে জনগণের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে হবে। তথ্যের ঘাটতি এবং প্রয়োজনে কর্মকর্তাদের যে পাওয়া যায় না- এ বিষয় নিয়ে আমরা কাজ করব। তারা যেন জনগনের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবাটা দেন। কেউ যেন বলতে না পারে কোনো সরকারি কর্মকর্তাকে পাওয়া যায় না। আমরা কর্মকর্তাদের আরও বেশি জনসম্পৃক্ত হতে বলেছি।

আসিফ বলেন, শিক্ষার্থী ও যুবকরা যাতে পড়াশোনার পাশাপাশি খেলায় ফিরতে পারে, সে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। দেশের যেসব স্টেডিয়াম সংস্কার করা প্রয়োজন, সেগুলো সংস্কার করে ব্যবহারযোগ্য করা হবে।

উপদেষ্টা বলেন, বিসিবি আমাদের তালিকা দিয়েছে, সারা দেশের নয়টি স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা কখনও কখনও হতো। কয়েকটা আছে, যেগুলোতে ২৬ বছর আগে আন্তর্জাতিক খেলা হয়েছে। সেগুলোকে ব্যবহারযোগ্য করা হবে। বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠনের কাজ চলছে। তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। যাতে তারা প্রান্তিক পর্যায়ে খেলাধুলা পৌঁছে দেয়। আগের মতো যেন খেলাধুলা চলে, তরুণরা যাতে অংশ নেয়, সেটিও নিশ্চিত করা হবে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন