Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২, ২৬শে শাওয়াল ১৪৪৬ রাত ৯:৫৯

লালমনিরহাটে হত্যা মামলায় তিনজনের প্রাণদণ্ড

দিগন্ত নিউজঃ
নভেম্বর ১২, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চার বছর আগে একরামুল হক নামে একজনকে হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে জেষ্ঠ্য জেলা ও দায়রা জজ মোহাম্মদ আদিব আলী এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডিতরা হলেন- হাতীবান্ধা উপজেলার রমণীগঞ্জ গ্রামের আব্দুস সুবাহানের ছেলে নূর হাই, একই এলাকার তছির উদ্দিনের ছেলে শামিম হোসেন ও নাজির হোসেনের ছেলে কবির হোসেন।

মামলার বরাতে আদালত পুলিশের পরিদর্শক বলেন, ২০২০ সালে একরামুল হোসেনকে হত্যার পর সানিয়াজান নদীতে বালুচাপা দিয়ে রাখা হয়। ঘটনার দুদিন পর সেখান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পরে এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন একরামুলের বাবা। তদন্ত শেষে পুলিশ সব আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন