Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ২:২৭

ভোররাতে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, চালকসহ নিহত ২

দিগন্ত নিউজঃ
নভেম্বর ১২, ২০২৪ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খুলনাগামী প্রাইভেট কারের চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে হতাহত পাঁচজনকে পায় হাইওয়ে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত (মঙ্গলবার) সাড়ে ৩টায় উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের মেঝেরা গাওলা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা প্রাইভেটকারচালক তারেক (৩৫) এবং একই উপজেলার বাসিন্দা রিয়াদ (৪০)। আর আহতরা হলেন- আহতরা হলেন, হাবিবুর রহমান, রাসেল ও সোহরাব হোসেন। হতাহতদের সবার বাড়ির কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগর ও তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, মঙ্গলবার ভোরে (সোমবার দিবাগত রাত) ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেটকারটি মেঝের গাওলা এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST