Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সন্ধ্যা ৬:১০

উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন, দফতর পেলেন নতুন দুই জন

দিগন্ত নিউজঃ
নভেম্বর ১০, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে অন্যান্য উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সেখ বশিরউদ্দীন পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মাহফুজ আলমকে এখনও কোনও দফতর বা মন্ত্রণালয় দেওয়া হয়নি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে আছে–– মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ; জনপ্রশাসন মন্ত্রণালয়।

সালেহ উদ্দিন আহমেদের হাতে আছে অর্থ মন্ত্রণালয়। ড. আসিফ নজরুলের হাতে আইন, বিচার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। হাসান আরিফের হাতে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আলী ইমাম মজুমদার পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়। আসিফ মাহমুদ সজীব ভূইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আরও পড়ুন—    শপথ নিলেন আরও ৩ উপদেষ্টা

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর ৮ আগস্ট ড. ‍মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তবর্তীকালীন সরকার। প্রথম দফায় প্রধান উপদেষ্টা ও ১৬ জন উপদেষ্টা শপথ নেন। পরে আর চারজন যুক্ত হন উপদেষ্টা পরিষদে। আজ রোববার (১০ নভেম্বর) আরও তিন জন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন