Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সকাল ৭:০১

পোস্টার-ব্যানার-ফেস্টুন অপসারণে বিএনপির নির্দেশনা

দিগন্ত নিউজঃ
নভেম্বর ৯, ২০২৪ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীদের সব পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সংগঠনটির দপ্তরে যুক্ত থাকা যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাকের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন—    সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর থেকে অদ্যবধি ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিট সমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড আগামী ৩ দিনের মধ্যে অপসারণ করার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান নির্দেশনা দিয়েছেন।


দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST