ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীদের সব পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সংগঠনটির দপ্তরে যুক্ত থাকা যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাকের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন— সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর থেকে অদ্যবধি ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিট সমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড আগামী ৩ দিনের মধ্যে অপসারণ করার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান নির্দেশনা দিয়েছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
দিগন্তনিউজ.কম
’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়
ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি-
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন
digantanewsdesk@gmail.com
ঠিকানায়।