Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ সকাল ৬:১৪

‘অন্তর্বর্তী সরকারের অনেক কাজই মিডিয়ার কর্মীরা দেখেন না’

দিগন্ত নিউজঃ
নভেম্বর ১০, ২০২৪ ৮:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

তিন মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছেন উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার এর মধ্যে অনেক কাজই করেছে। এই সরকারকে সময় দিতে হবে। সংস্কারের জন্য অনেক কমিশন করেছে, ফ্যাসিবাদের বিচারের উদ্যোগ নিয়েছে। এই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না। কিন্তু মিডিয়ার মধ্যে অনেকেই কোন সাফল্য দেখতে পান না।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যাদের নেতৃত্বে এই সরকার গঠন হয়েছে, যেহেতু ছাত্ররাও এর মধ্যে আছেন তাই তারা সেই জায়গায় পৌঁছাতে পারবেন। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এইবার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা হারিয়ে গেলে আমাদের জাতি হিসেবে অস্তিত্ব বিপন্ন হবে। আমি কথাটা জোর দিয়ে বলতে চাই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না। আর তা হতে হবে সংসদীয় ব্যবস্থায়, সে জন্য নির্বাচন দরকার।

বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তার কারণে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু কিছু মিডিয়া সেটা প্রমোট করছে। আমি মনে করি, এটা কখনোই জনগণের জন্য কোন সুফল বয়ে আনবে না। অনুরোধ করবো, যারা এই ধরণের প্রচারণা চালাচ্ছেন, দয়া করে বন্ধ করুন।

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এতো বড় সাফল্য অর্জন করেছেন, সে সাফল্য যেনো ঐক্যবদ্ধ থাকে সেজন্য আপনারা কাজ করুন।

আমাদের ধৈর্য ধরে সংস্কার ও নির্বাচনের যে কাজ আছে তা যেনো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি সেজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে বলেও যোগ করেন তিনি।

মাও সেতুং এর উক্তির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, যুবকদের ঘাড়ের মধ্যে বৃদ্ধদের মাথাটাকে বসিয়ে দাও। অর্থাৎ যারা বয়স্ক তাদের অভিজ্ঞতা ও জ্ঞানটাকে নাও, যুবকদের শক্তি দিয়ে নতুন কিছু গড়ে তুলো।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন