Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ বিকাল ৫:২৯

র‍্যালিতে যোগ দিতে নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ঢল

জে এম আলী নয়নঃ
নভেম্বর ৮, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দিতে এরই মধ্যে নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল নেমেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে চারিপাশ।

আজ শুক্রবার (৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র এ র‍্যালি বেলা আড়াইটায় শুরুর কথা রয়েছে।

ইতিমধ্যে নয়াপল্টন ও আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দুপুর দেড়টা পর্যন্ত এ চিত্র দেখা যায়।

আরও পড়ুন—    নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এই শোভাযাত্রা। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে তা মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

গতকাল বৃহস্পতিবার দলটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়—শোভাযাত্রাটি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। এই দিবস প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৭ নভেম্বর বিএনপির দিবস না। সেদিন মানুষ আস্থা রেখেছিল জিয়াউর রহমানের ওপর। কারণ, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যাননি।

আরও পড়ুন—    প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শুরু হবে, আর শোভাযাত্রা শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন বলে জানান জাহিদ হোসেন।

এই শোভাযাত্রায় ঢাকায় মানুষের প্লাবন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘র‍্যালিতে শুধু বিএনপির নেতা-কর্মীরা থাকবে না, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবে। সেই সঙ্গে ঢাকা জেলার আশপাশের নেতা-কর্মীরা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবে।’

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন