দেশের বাজারে সোনার দাম আবারো কমানো হয়েছে। ২২ ক্যারেট সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
ফলে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম এখন ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, যা আগের দাম ছিল ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা।
আরও পড়ুন— সোনার ভরি ছাড়াল ১ লাখ ৪০ হাজার
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস জানিয়েছে, সার্বিক বাজার পরিস্থিতি এবং তেজাবী সোনার মূল্য পর্যালোচনার পর নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
দিগন্তনিউজ.কম
’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়
ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি-
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন
digantanewsdesk@gmail.com
ঠিকানায়।