ছাত্র-জনতার অভ্যত্থানের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন “আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্বই যেন বাংলাদেশের কাছে আসে, সেভাবেই দেশকে গড়ে তুলতে হবে।”
বৃহস্পতিবার (৭ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন— বাংলাদেশ ও কলকাতায় যে কারণে হয়েছিল ‘কমলার বনবাস’
এ সময় বিশ্বমানের গবেষণা বাড়ানোর তাগিদ দেন প্রধান উপদেষ্টা। সেইসঙ্গে বিজ্ঞান চর্চাকে এগিয়ে নেয়ার প্রয়োজনীয় সংস্কার করতে সরকার বদ্ধ পরিকর বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এজন্য সংশ্লিষ্ট সবার কাছ থেকে সংস্কারের চাহিদা নিয়ে কাজ করা হবে বলে উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
দিগন্তনিউজ.কম
’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়
ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি-
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন
digantanewsdesk@gmail.com
ঠিকানায়।