Dianta-News-PNG
ঢাকা শনিবার- ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহর্‌রম ১৪৪৭ রাত ২:১০
 

মহাখালী ফ্লাইওভারে যানবাহন চলাচলে বিধিনিষেধ

দিগন্ত নিউজঃ
নভেম্বর ৫, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ
  • মহাখালী ফ্লাইওভারে যানবাহন চলাচলে বিধিনিষেধ

    মহাখালী ফ্লাইওভার । সংগৃহীত ফাইল ছবি

Link Copied!

সংস্কার কাজের জন্য রাজধানীর মহাখালী ফ্লাইওভারে যানবাহন চলাচলে বিধিনিষেধ দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয় ট্রাফিক গুলশান বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাখালী ফ্লাইওভারের এক্সপানসন জয়েন্টসমূহ প্রতিস্থাপন কাজ চলমান। ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখী যানবাহনসমূহ শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

আর ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

অবশ্য গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামিবলেন, প্রতিটি স্থাপনার সংস্কার প্রয়োজন হয়। ঠিক সেরকমভাবেই সংস্কার করা হচ্ছে মহাখালী ফ্লাইওভার। এটা রুটিন ওয়ার্ক। সংস্কার কাজ রাতের বেলা হবে। ফ্লাইওভারের দুই লাইন বন্ধ হবে না, এক লাইন বন্ধ থাকবে। আরেক লাইনে যান চলাচল করবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীকে মহাখালী ফ্লাইওভার এলাকায় চলাচলরত যানবাহন এবং যাত্রীদের সাময়িক অসুবিধা হতে পারে। কাজটি দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকলকে নিরাপদে এবং সচেতনভাবে চলাচল করার অনুরোধ জানানো হয়েছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন