Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২, ২৬শে শাওয়াল ১৪৪৬ রাত ৯:৪৭

বাগেরহাটে প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দিগন্ত নিউজঃ
নভেম্বর ৫, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ
  • স্বজনদের আহাজারি । ছবিঃ সংগৃহীত

Link Copied!

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ডেমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সজিব তরফদার’কে (৪০) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি ডেমা গ্রামের তরফদার সিদ্দিকুর রহমানের ছেলে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট-গিলাতলা সড়কে বাগেরহাট সদর উপজেলার মীর্জাপুর মধ্যপাড়া জামে মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

এসময় ওই বিএনপি নেতার মোটরসাইকেলে থাকা কামাল তারফদার নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, সজীব তরফদারকে সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে হত্যা করেছে। সজিব বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

বাগেরহাট জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, ‘সজীব ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ডেমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। বিএনপির সব ধরনের আন্দোলনে রাজপথের সৈনিক ছিলেন সজিব। দিনে-দুপুরে এভাবে সন্ত্রাসীরা সজিবকে হত্যা করবে তা আমরা মানতে পারছি না।’

বাগেরহাট পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, ‘মঙ্গলবার দুপুরে সজীব গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে একজনকে সাথে নিয়ে শহরে যাচ্ছিলেন। শহরে যাওয়ার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। খোসাটি শর্টগানের গুলি। শর্টগান দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। অস্ত্রধারীরা মুখোশ পরা ছিল, তারা একাধিক দলে বিভক্ত ছিল। আমরা গুরুত্বের সাথে পুলিশি তদন্ত শুরু করেছি।’

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন