পূর্বঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন। ওলামা মাশায়েখ বাংলাদেশের ডাকা এই সম্মেলন উপলক্ষে জনস্রোত তৈরি হয়েছে আশপাশের এলাকায়। সকাল ৯টা থেকে শুরু হওয়া সম্মেলন বেলা ১টার দিকে শেষ হওয়ার কথা রয়েছে। সম্মেলনে যোগ দিতে ফজরের নামাজের পরপর সেখানে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা।
এর আগে ঘোষণা দেওয়া হয়, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে।
তাবলিগ জামায়াতের দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিপক্ষে এই সম্মেলন করছেন প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারীরা। ‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া ও দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে এই সমাবেশ ডাকা হয়।
ভোর থেকেই লোকজন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন। সম্মেলন শুরুর আগেই পুরো এলাকা লোকারণ্য হয়ে যায়। দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে এই সম্মেলনে যোগ দিয়েছেন বলে জানান অংশগ্রহণকারীরা।
দুই বারের পরিবর্তে একবার বিশ্ব ইজতেমার আয়োজন এবং ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে সাদপন্থীদের ঢুকতে দেওয়া হবে না বলে সম্মেলনে হুঁশিয়ারি দেন বক্তরা।
তারা বলেন, সাবেক ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যোগসাজশ করে নকল তাবলিগ নানা সুবিধা নিয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকেও যাতে সুবিধা নিতে না পারে সেজন্য তাদের প্রতিহত করতে হবে।
এর আগে গত রোববার এক বিবৃতিতে জানানো হয়, ওলামা-মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতাকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, তাবলিগের দুই পক্ষের জন্য ২০১৯ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এবার তারা প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানান। তারই বিরোধিতা করে এই মহাসম্মেলনের ডাক দেন কওমি মাদরাসাভিত্তিক আলেমরা।