Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সকাল ৭:৩৩

নেশার টাকার জন্য আলোকচিত্রী সিয়ামকে হত্যা

দিগন্ত নিউজঃ
নভেম্বর ৪, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

রংপুরে ‘নেশার টাকা’র জন্য ফ্রিল্যান্সার আলোকচিত্রী সিয়াম মিয়াকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে আটক স্বাধীন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন। গ্রেফতার স্বাধীন মিয়া গঙ্গাচড়া থানার গঞ্জিপুর মাঝপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

সিয়াম হত্যার প্রধান আসামি স্বাধীন মিয়া জানান, সিয়াম ‘ভিন্নজগৎ বিনোদন’ পার্কে তার নিজস্ব ক্যামেরা দিয়ে ছবি তোলার পাশাপাশি খলেয়া গঞ্জিপুর বাজারে ইট-বালুর ব্যবসা করতেন। হত্যাকাণ্ডের ৩-৪ দিন আগে সিয়াম তার ক্যামেরা ৪০ হাজার টাকায় বিক্রি করেন। মাদক কিনতে এ টাকা হাতিয়ে নিতে সিয়ামকে হত্যার পরিকল্পনা করেন স্বাধীন।

পরিকল্পনা অনুযায়ী ২৭ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কৌশলে সিয়ামকে তিস্তা ব্যারাজ প্রকল্পের ক্যানেলের বাঁধের পূর্ব পাড়ের ওপর ডেকে নেন। এরপর সহযোগীদের নিয়ে স্বাধীন মিয়া ছুরি দিয়ে সিয়ামের গলা ও মাথায় আঘাত করেন। পরে টি-শার্ট খুলে গলা চেপে ধরে সিয়ামের মৃত্যু নিশ্চিত করেন স্বাধীন।

এরপর সিয়ামের প্যান্টের পকেটে থাকা নগদ এক হাজার ১৫০ টাকা ও মোবাইল এবং মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, গ্রেফতার স্বাধীন মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST