দেশের ১০টি জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।সোমবার (৪ নভেম্বর) দলের হাইকমান্ডের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এসব কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক কমিটি
দলের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তরে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে। পাশাপাশি ৫ সদস্যের এই কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন- মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও এস এম জাহাঙ্গীর এবং আব্দুর রাজ্জাক যুগ্ম আহ্বায়ক (দপ্তর)।
চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি
চট্টগ্রাম মহানগরে বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আলহাজ এরশাদ উল্লাহ ও যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- মোহাম্মদ মিয়া ভোলা, এম. এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস. এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দীন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর. ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দীন মুবিন (প্রচারের দায়িত্বপ্রাপ্ত) ও মনজুরুল আলম মঞ্জু। এছাড়াও নাজিমুর রহমান কমিটির সদস্য সচিব এবং সদস্য হিসেবে রয়েছেন ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্কর।
কমিটিগুলো দেখতে এখানে ক্লিক করুন—
