Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৬শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২, ২৭শে শাওয়াল ১৪৪৬ রাত ১:৫২

ফিলিং স্টেশনের আগুনে পুড়ে অঙ্গার ১ চালক; দগ্ধ ৬

দিগন্ত নিউজঃ
নভেম্বর ৪, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ নগরীতে সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় একটি প্রাইভেটকারে আগুন লেগে ঘটনাস্থলেই এক চালক পুড়ে অঙ্গার হয়েছেন এবং দগ্ধ হয়েছেন ছয়জন।

সোমবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রহমতপুর বাইপাস এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম কনভারসন পাম্পে এলপিজি গ্যাসবাহী টাঙ্কার থেকে গ্যাস আনলোড করার সময় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার চালকের নাম হিমেল। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে লিকেজ থেকে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ও পড়ে আরও চারটি ইউনিট চেষ্টা চালিয়ে দেড় ঘণ্টা পর বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় এক একটি প্রাইভেটকারের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন