ট্রেনে এক নারী যাত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে ওই নারীর যাত্রীর স্বজনেরা কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার এস এম খলিলুর রহমানকে বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল।
শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। স্টেশনমাস্টার খলিলুর রহমান বর্তমানে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
অভিযুক্ত ওই নারী আন্তনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনের যাত্রীর ছিলেন। রেলওয়ে স্টেশনমাস্টার খলিলুর রহমানও সস্ত্রীক ওই ট্রেনে ভৈরব থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন।
ঘটনার জেরে স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা প্রতিটি রুমে তালা লাগিয়ে চলে যায়। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়া এগারসিন্দুর গোধূলি ট্রেন বন্ধ থাকে। পরে সহকারী স্টেশন মাস্টার আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা এগারসিন্দুর গোধূলি ট্রেনটি একঘণ্টা পরে স্টেশন ত্যাগ করে।
এ ঘটনায় অনেক যাত্রী অসন্তোষ প্রকাশ করেন। আবদুল আহাদ নামের এক যাত্রী বলেন, ‘ঢাকা যাওয়ার উদ্দেশে দুপুর সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জ স্টেশনে এসে পৌঁছাই। সময় হয়ে গেলেও ট্রেন না ছাড়ায় জিজ্ঞেস করতে গিয়ে দেখি, স্টেশনমাস্টারের কক্ষে তালা লাগানো। পরে জানতি পারি, কোনো এক ঘটনায় কারা জানি স্টেশনমাস্টারকে মারধর করেছে। কিন্তু এ ঘটনার জন্য ট্রেন বিলম্বে ছাড়ায় যাত্রীদের জন্য হয়রানি হয়েছে।’
কিশোরগঞ্জ রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি ভৈরব স্টেশনে পৌঁছালে কিশোরগঞ্জ স্টেশন মাস্টার খলিলুর রহমান ও তার স্ত্রী একটি কেবিনে ওঠেন। কিন্তু ওই কেবিনে থাকা এক নারী যাত্রী স্টেশন মাস্টার ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আপনার টিকিট কেটে উঠছেন কিনা। এছাড়াও টিকিট দেখাতে বলেন। ফলে পরের স্টেশন কুলিয়ারচর থেকে স্টেশন মাস্টার তার স্ত্রী টিকিট কেটে আনেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ট্রেনটি কিশোরগঞ্জে থামতে ওই যাত্রীর স্বজন স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর হামলা করে। রেলওয়ে পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে সটকে পড়েন হামলাকারীরা। পরে পুলিশ ও স্থানীয় লোকজন স্টেশনমাস্টারকে উদ্ধার গুরুতর অবস্থায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। দিগন্ত নিউজ/নয়ন