“আগার কিছি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়েনাত উছে তুমছে মিলানে কি কোশিশ মে লাগ যাতে হ্যে”– হিন্দি ভাষার এই জনপ্রিয় লাইনের অর্থ হলো “কোনো জিনিসের প্রতি যদি তোমার আকাঙ্ক্ষা তীব্র হয়, তাহলে পুরো পৃথিবী সেটাকে তোমার করে দেয়ার জন্য চেষ্টা করবে।” এতোক্ষণে বুঝতে বাকি রইলো না যে এই জনপ্রিয় লাইনটি কার কন্ঠ নিঃসৃত।
হ্যাঁ, আমরা কথা বলছি সে মানুষটাকে নিয়ে যে গত তিন দশক ধরে বলিউডে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে, যার এক ঝলক দেখার জন্য কোটি কোটি ভক্ত উৎসুক হয়ে থাকে, যার অভিনয় সেই ৯০ এর দশক থেকে শুরু করে এখনো সবার চোখে ভেসে ওঠে, যার দুহাত প্রসারে লুটিয়ে পড়ে পুরো সিনেমা জগত; সে আর কেউ নয়- বলিউড বাদশা, কিং খান, গ্লোবাল সুপারস্টার শাহরুখ খান। তাকে বলা হয়ে থাকে “বলিউড বাদশা”।
সিনেমা মুক্তি থেকে শুরু করে, লাইভ পারফরম্যান্স, জন্মদিন পালন সবখানেই যেন তার বাদশাহি ভাব। বলিউডে রাজ কাপুর, দিলীপ কুমার, রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের পর যার নামটি সবসময় জ্বলজ্বল করে তিনি হচ্ছেন শাহরুখ খান।
মাকে হারানোর পর ৯০ এর দশকে শূন্য হাতে পাড়ি জমিয়েছিলেন মুম্বাইয়ে। তখন তার কাছে খাওয়ার মতো, বাড়িভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। তখন তার বন্ধুরা তার এসব পরিশোধ করে দিত। সে একদিন তার বন্ধুকে বলেছিল, “একদিন আমি এই মুম্বাই শহরে রাজ করবো।”
আর আজ তিনি পুরো সিনেমা জগতের “কিং খান”। পুরো পৃথিবী আজ তাকে এক নামে চেনে। আজ শাহরুখ খানের ৫৯তম জন্মদিন। কিং অব রোমান্স খ্যাত বলিউড বাদশা দেখতে দেখতে পার কর ফেলেছেন জীবনের ৫৮টি বসন্ত।
বলিউডে এতোটা সময় পার করার পরও তিনি যেন “এভার গ্রীন (চির সবুজ)”। সেই কারাণ আর্জুন থেকে শুরু করে “বাদশা, কুচ কুচ হোতা হে, দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েজ্ঞে, মে হু না, ওম শান্তি ওম, বীর জারা, দিলওয়ালে, ডন, কাভি খুশি কাভি গাম, হ্যাপি নিউ ইয়ার, মাই নেম ইজ খান” এর মতো অলটাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। সিনেমা জগতে তার অভিনয়ের সামনে ঝুঁকে পড়ে পুরো বলিউড।
৩ দশক পার করার পরও এখনো বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তার সবর্শেষ মুক্তি প্রাপ্ত সিনেমা “জাওয়ান, পাঠান, ডানকি” আবারো প্রমাণ করে দিয়েছে যে তিনিই সেরা। সিনেমাগুলো বলিউডের বিগত সব রেকর্ড ভেঙে অনন্য উচ্চতায় পর্যবসিত হয়েছে। যে শাহরুখ এখনও একবার হাসলে, একবার তার দুহাত প্রসারিত করলে ঝড় ওঠে আট থেকে আশির সব নারীর হৃদয়ে, সেই শাহরুখ এবার পা রাখলেন ৫৯-এ।
“বলিউড বাদশাহ”র ৫৯তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে বাদশাহি আয়োজন করা হয়েছে।
আজ শাহরুখের জন্মদিনে তার বাসভবন “মান্নাত” সেজে উঠছে আলোর ঝলকানিতে।
অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন স্বয়ং তার স্ত্রী গৌরী খান।
এ অনুষ্ঠানেই শাহরুখের আগামী সিনেমা “কিং খান” নিয়ে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।দিগন্ত নিউজ/নয়ন
