Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২, ২৬শে শাওয়াল ১৪৪৬ রাত ১০:১৫

আমেরিকা বিশ্বে কতটা শক্তিশালী তা নিয়ে প্রশ্ন উঠছেঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব

দিগন্ত নিউজঃ
নভেম্বর ২, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ
  • আমেরিকা বিশ্বে কতটা শক্তিশালী তা নিয়ে প্রশ্ন উঠছেঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

Link Copied!

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বর্তমান বাস্তবতায় আমেরিকা বিশ্বে এখন কতটা শক্তিশালী দেশ তা নিয়েও প্রশ্ন উঠছে।

শনিবার (২ নভেম্বর) রাজধানী ঢাকার তেজগাঁওয়ে এফডিসিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক্স পোস্ট তাদের অভ্যন্তরীণ বিষয়। লবিস্ট নিয়োগ দিয়ে হয়তো এ ধরনের পোস্ট করানো হয়েছে ।

শফিকুল আলম বলেন, দেশটিতে যে প্রেসিডেন্ট আসুক তাতে পররাষ্ট্র নীতিতে খুব বেশি পরিবর্তন হয় না। তবে লবিস্ট নিয়োগ করে কিছুটা প্রভাব বিস্তার করানো যায়।

শফিকুল আলম আরও বলেন, মানুষ যদি দাঁড়ায় বা গণঅভ্যুত্থানে করে তাহলে কোনো শক্তিই কিছু করতে পারে না। বর্তমান বাস্তবতায় এখন আমেরিকা বিশ্বে এখন কতটা শক্তিশালী দেশ সে প্রশ্নও উঠছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রয়েছে বলেও অনুষ্ঠানে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার এক্সে এক পোস্টে বলেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন