Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সকাল ৮:১১

ছাদ খোলা বাসে চ্যাম্পিয়নদের যাত্রা শুরু

দিগন্ত নিউজঃ
অক্টোবর ৩১, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কোচ পিটার বাটলার রইলেন খানিকটা পেছনে। সামনে রুপনা চাকমা, ঋতুপর্ণা, সানজিদারা। অধিনায়ক সাবিনা খাতুনের কাঁধে জড়ানো বাংলাদেশের পতাকা। তহুরা আক্তার একাধিকবার ক্যামেরার সামনে ওড়ালেন বাংলাদেশের পতাকা। সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি সবার সামনে। উৎসবের মধ্যমণি হয়ে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বাংলাদেশ নারী সাফজয়ী দলটা রওনা হয়েছে বিশেষ ছাদ খোলা বাসে। দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়নরা এসে নেমেছিলেন বাংলাদেশের মাটিতে। এরপর বিমানবন্দরেই সাংবাদিকদের সামনে কথা বলেন কোচ বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন।

অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে এই দলটি এবার যাচ্ছে বাফুফে ভবনের দিকে। যেখানে জড়ো হয়েছেন সমর্থকরা। আছেন সাংবাদিকরাও। বাংলাদেশ ফুটবলের কেন্দ্রবিন্দু যে ভবনকে ঘিরে সেই ভবনেই চলবে বাকি আনুষ্ঠানিকতা।

বাফুফে ভবনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য সব ফেডারেশন ও ক্রীড়াবিদদের পাশে থাকার রেওয়াজ বেশ পুরোনো। ২০২২ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে সাবিনারা। সেবার ৫০ লাখ টাকা পুরস্কার দিয়েছিল বিসিবি। বুধবার নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। তাদের অনন্য এই কীর্তির জন্য এবারও পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যদিও টাকার অংক জানাননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার রাতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ধরে রেখেছে ২০২২ সালে জেতা দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা। বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর সংবাদমাধ্যমে ফারুক আহমেদ অর্থ পুরস্কারের ঘোষণা দেন। সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারবো ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে।’

গতবার ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হলেও এবার টাকার অংক কত হবে সেটা খোলাসা করেননি ফারুক। তিনি বলেছেন, ‘(পুরস্কারের) পরিমাণটা… দেখি! সব কথা আমি একা বলে দিলে অন্য পরিচালকরা রাগ করতে পারে (হাসি)। তবে হ্যাঁ, ভালো একটা পরিমাণ দেওয়া হবে। আমরা যতটুকু পারি।’

বিমানবন্দর টু বাফুফে ভবন ছাদখোলা বাস রুট
বিমানবন্দর> এক্সপ্রেসওয়ে> এফডিসি> সাত রাস্তার মোড়> মগবাজার ফ্লাইওভার> কাকরাইল> পল্টন> নটরডেম কলেজ> শাপলা চত্বর> বাফুফে ভবনে।দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST