Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৪শে জানুয়ারি ২০২৫, ১০ই মাঘ ১৪৩১, ২৩শে রজব ১৪৪৬ সকাল ৬:০২

আন্দোলন কর্মসূচিতে ভোগান্তির নগরী ঢাকা

দিগন্ত নিউজঃ
অক্টোবর ৩০, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

সাত কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন এবং চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে পালিত কর্মসূচিতে দিনভর আন্দোলনের নগরীতে পরিণত হয়েছিল ঢাকা। এতে পুরো নগরীতে ছড়িয়ে পড়া যানজটে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। সকালে অফিস, স্কুল এবং হাসপাতালগামী রোগী ও স্বজনরা অনেক কষ্টে গন্তব্যে পৌঁছান। বিকেলে অফিস ছুটিতেও সেই ভোগান্তিই সঙ্গী হয়।

বুধবার (৩০ অক্টোবর) স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো ব্লকেড কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এদিকে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ এলাকায় মহাসমাবেশের ডাক দেন আন্দোলনকারীরা। এতে বিভিন্ন সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় কমিশন গঠন না করা পর্যন্ত রাস্তা ছাড়বে না শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম সাইন্সল্যাব মোড় অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয় আশপাশের সড়কে। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নিউমার্কেট, নীলক্ষেত, সায়েন্সল্যাব, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড সংলগ্ন সব রাস্তায় যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

সাত কলেজের জটিলতা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় সংস্কার কমিশন গঠন করলেও তা প্রত্যাখ্যান করে গেল সোমবার অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

এদিকে, সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার পথে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীরা হাইকোর্টের মাজারের সামনের সড়কে গেলে শুরুতে জলকামান থেকে পানি ছিটিয়ে পরে লাঠিচার্জ করে ধাওয়া দেয় পুলিশ। দোয়েল চত্বর পর্যন্ত চলে আন্দোলনকারী-পুলিশের ধাওয়া। এ সময় পুলিশ একজনকে আটক করলেও পরে ছেড়ে দেন। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী।

পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, শান্তিপূর্ণ আন্দোলনের কথা বললেও সচিবালয়ের দিকে যাওয়ায় নিরাপত্তার জন্য তাদের বিচ্ছিন্ন করে দেয়া হয়।

এর আগে, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেই মহাসমাবেশের ডাক দেয় আন্দোলনকারীরা। জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করার কথা থাকলেও, পরে চারুকলা ইনস্টিটিউটের সামনের সড়কে সমাবেশ করেন তারা।

পথচারীরা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, কিছু থেকে কিছু হলেই সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে তা বন্ধ করতে হবে। আগে দাবি দাওয়া ছিল প্রেসক্লাব কেন্দ্রিক। সেখানে সবাই তাদের দাবি আদায়ের জন্য প্লে কার্ড বা ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়াতেন। এখন সবাই সড়ক অবরোধ করে। এই সংস্কৃতি বন্ধ না হলে সাধারণ মানুষের ভোগান্তি থেকে যাবে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST