গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ার একটি আবাসিক ভবনে ইসরাইলের চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
ইসরাইল মঙ্গলবার (২৯ অক্টোবর) এই হামলা চালায় বলে জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র ছিল উত্তর গাজার ওই ভবনটি।
চিকিৎসা সূত্র জানায়, পাঁচ তলা ভবনটিতে প্রায় ২০০ জনের মতো মানুষ ছিলেন। মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের টানা বিমান হামলায় ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ১০৯ জন উত্তর গাজার।
ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর অনুসারে, ইসরাইলের সামরিক বাহিনী চলতি মাসে এ পর্যন্ত ৩৯ বার গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে হামলা করেছে।
এদিকে ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, গত তিন সপ্তাহের বেশি সময় ধরে ইসরাইলি বাহিনীর স্থল অভিযানের কারণে তাদের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।
গেল ২৪ দিনে গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি বাহিনীর চালানো স্থল অভিযানে প্রাণ গেছে হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনির। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এ নিয়ে উপত্যকাটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ হাজার। আহত ১ লাখেরও বেশি মানুষ।